ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে পাঁচতলা ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
মুম্বাইয়ে পাঁচতলা ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ২০ ভবন ধসের পর ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনী

ভারতের মুম্বাই নগরীতে পাঁচতলা একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে আরও ২০ জন। তাদেরও নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ধার করা হয়েছে চারজনকে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে নগরীর ভেন্দি বাজারের মাওলানা শওকত আলী রোডের ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় এ ভবন ধস হয়।

আরশীওয়ালা নামে পুরনো ও জরাজীর্ণ ভবনটিতে ৯টি পরিবারের বসবাস ছিল।

দুর্ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী।

কর্মকর্তারা জানান, ধসের পর ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। একজন মারা যান নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে। উদ্ধার বাকি চারজনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) ১০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত মঙ্গলবার (২৯ আগস্ট) ভারী বর্ষণে মুম্বাইয়ের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে যাওয়ার দু’দিন পর এই ভবন ধস ঘটলো। কী কারণে এমনটি ঘটেছে তা ঠিক জানা না গেলেও স্থানীয় নগর কর্তৃপক্ষের প্রাচীন ভবনগুলোর তালিকায় এই পাঁচতলা ভবনটি নাম ছিল।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭/আপডেট ১২২৫ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।