ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের মন্ত্রিসভায় ৯ নতুন মুখ, ৪ পদোন্নতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
ভারতের মন্ত্রিসভায় ৯ নতুন মুখ, ৪ পদোন্নতি  শপথ নিচ্ছেন ভারতের নতুন মন্ত্রীরা।

ঢাকা: নরেন্দ্র মোদি’র নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যোগ হলো ৯ নতুন মুখ। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন তারা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাদের শপথ পাঠ করান। এ সময় পদোন্নতি পাওয়া আরো ৪ মন্ত্রীরও শপথ হয়।

শপথের আগে হবু মন্ত্রীদের সঙ্গে প্রাত:রাশ সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নতুন শপথ নেওয়া ৯ মন্ত্রী হলেন- উত্তর প্রদেশের রাজ্যসভা সদস্য ও সাবেক আইপিএস অফিসার শীবপ্রতাপ শুক্ল, বিহারের লোকসভা সদস্য অশ্বিনী কুমার চৌবে, মধ্য প্রদেশের লোকসভা সদস্য বীরেন্দ্র কুমার, কর্নাটকের লোকসভা সদস্য অনন্তকুমার হেগড়ে, বিহারের লোকসভা সদস্য ও সাবেক  আইএএস অফিসার রাজ কুমার সিংহ, দিল্লির সাবেক ফরেন সার্ভিস অফিসার হরদীপ সিংহ পুরী, রাজস্থানের লোকসভা সদস্য গজেন্দ্র শেখাওয়াত, উত্তর প্রদেশের লোকসভা সদস্য সত্যপাল সিংহ ও কেরালার সাবেক এইএএস অফিসার কে জে অ্যালফোন্স।

 

ভারতের নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এছাড়া মন্ত্রিসভায় পদোন্নতি পেয়ে এদিন আরো শপথ নেন ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েল, নির্মলা সীতারমন ও মুক্তার আব্বাস নকভি।  

২০১৪ সালের নির্বাচনে জিতে সরকার গঠনের পর মোদির মন্ত্রিসভায় এটি তৃতীয় রদবদল। ২০১৯ সালে ভারতের পরবর্তী জাতীয় নির্বাচন সামনে রেখেই  এ পরিবর্তন বলে ধারণা করা হচ্ছে।

শপথ গ্রহণের পর এক টুইটার বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আশা করি নতুদের অভিজ্ঞতা ও  জ্ঞান মন্ত্রিসভাকে সমৃদ্ধ করবে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭/ আপডেট: ১১৩০ ঘণ্টা, আপডেটি: ১১৪০ ঘণ্টা/ আপডেট: ১২০০ ঘণ্টা
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।