কাইরো: বিখ্যাত চিত্রকর ভ্যান গগের চিত্রকর্ম একটি জাদুঘর থেকে চুরি করে পাচার করার সময় দুই ইতালির নাগরিককে কাইরো বিমান বন্দরে আটক করা হয়েছে। মিশরের সংস্কৃতি মন্ত্রী ফারুক হোসনি বার্তা সংস্থা এএফপি’কে একথা জানান।
শনিবার ভোরে মিশরের মাহমুদ খলিল জাদুঘর থেকে চিত্রকর্মটি চুরি হয়েছে। মুল্যবান এই চিত্রকর্মটির মুল্য পাঁচ কোটি ডলার বলে ধারণা করা হয়েছে।
হোসনি বলেন, ‘একজন পুরুষ ও একজন নারী, চিত্র কর্মটি নিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করলে তাদের আটক করা হয়। তারা ইতালির নাগরিক। ’
বিমান বন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ তাৎক্ষনিক ভাবে বিষয়টি নিশ্চিত করেনি। তবে তারা কায়রো পুলিশ জানান, বিমান বন্দর থেকে দুইজন ইতালিয়কে আটক করা হয়েছে।
চুরির ঘটনায় পুলিশ, জাদুঘরের কর্মচারিদের জিঙ্গাসাবাদ করেছে এবং ক্যামেরার ছবি পরীক্ষা করে দেখেছে।
উল্লেখ্য, মিশরের রাষ্ট্রীয় তথ্য সেবা ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, মিশরের মাহমুদ খলিল জাদুঘরে ৭০ কোটি ডলার মূল্যের নিদর্শন রয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০