ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আটলান্টিকে শক্তি যোগাচ্ছে ‘মারিয়া’, চোখ ক্যারিবীয় দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
আটলান্টিকে শক্তি যোগাচ্ছে ‘মারিয়া’, চোখ ক্যারিবীয় দ্বীপ সামুদ্রিক ঝড় ‘মারিয়া’র গতিপথ

পশ্চিম আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় ‘মারিয়া’ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। সপ্তাহজুড়ে ঝড়টি ক্রমাগত শক্তি সঞ্চয় করে সোমবার দিনের শেষ নাগাদ হারিকেনে রূপ নেবে। ঝড়টি বর্তমানে ঘণ্টায় ১৯ মাইল বেগে ক্যারিবীয় দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ‘মারিয়া’র কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ মাইল। এটি বর্তমানে ক্যারিবীয় দ্বীপ লেসার অ্যান্টিলিস থেকে ৫৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

 

এদিকে ঝড়টির গতিপথে ক্যারিবীয় দ্বীপ বারবুডা, সেন্ট লুসিয়া, মার্টিনিক, ডমিনিক অ্যান্ড সেন্ট ভিনসেন্টসহ বিভিন্ন দ্বীপের কথা জানিয়েছে হারিকেন সেন্টার। অর্থাৎ সপ্তাহ খানেক আগে হারিকেন ‘ইরমা’য় তলিয়ে যাওয়া দ্বীপগুলো আবারও ক্ষতির মুখে পড়তে যাচ্ছে।

অন্যদিকে শনিবার পূর্ব আটলান্টিকে সৃষ্ট সামুদ্রিক ঝড় ‘লি’র সঙ্গে নতুন সৃষ্ট ‘মারিয়া’ সংযুক্ত হতে পারে বলে আভাস দিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় ‘লি’ অতো শক্তি সঞ্চয় করবে না। যা আগামী বুধবার নাগাদ শক্তি হারাতে পারে। সেক্ষেত্রে শক্তি বাড়বে ‘মারিয়া’র।

তবে ঝড়টি কবে নাগাদ মূল ভূখণ্ডে আঘাত হানবে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি হারিকেন সেন্টার।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।