ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২০ জন।

স্থানীয় সময় রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা নাগাদ বারসল পুলিশ স্টেশনের কাছে কুমারদুবি গ্রামে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ভবনের মধ্যে অবৈধভাবে চালানো কারখানাটিতে বিস্ফোরণের পর আগুন ধরে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আহতদের নিকটস্থ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনার পর ভবনের মালিক দুর্গাপাদো সান্ত্রা পলাতক রয়েছেন।

এর আগে ভবনে ছোটখাটো বিস্ফোরণের ঘটনা ঘটলেও বিষয়টি পুলিশকে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।