ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সক্ষমতা সূচকে বাংলাদেশের উন্নতি, ভারতের অবনমন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
সক্ষমতা সূচকে বাংলাদেশের উন্নতি, ভারতের অবনমন

বৈশ্বিক সক্ষমতা সূচকে সাতধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। তবে অবনতি হয়েছে পাশ্ববর্তী দেশ ভারতের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২০১৭-১৮ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১৩৭টি দেশের উপর করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় সাতধাপ এগিয়ে ৯৯তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। আর একধাপ পিছিয়ে ৪০তম স্থানে নেমেছে ভারত।

উন্নতি হয়েছে পাকিস্তানেরও। দেশটিও বাংলাদেশের মতো সাতধাপ এগিয়ে ১১৫তম স্থানে অবস্থান করছে।

প্রাতিষ্ঠানিক অবস্থা, নীতি ও উৎপাদনশীলতার অবকাঠামোর মানদণ্ডের উপর ভিত্তি করে চলতি বছর সক্ষমতার ধাপ নির্ধারণ করা হয়েছে। যা শিক্ষা ও প্রশিক্ষণ, শ্রমিকদের কর্মদক্ষতার উন্নতি হিসেবে বিবেচিত হচ্ছে বলে রিপোর্টে বলা হয়েছে।  

সক্ষমতার এবারের সূচকে সবার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর। শীর্ষ পাঁচের বাকি দুই দেশ নেদারল্যান্ড, জার্মানি। আর সবার নিচে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।