ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মারাওয়িকে জঙ্গি মুক্ত করার ঘোষণা দুতার্তের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
মারাওয়িকে জঙ্গি মুক্ত করার ঘোষণা দুতার্তের বক্তব্য রাখছেন ফিলিপিনো প্রেসিডেন্ট দুতার্তে

ঢাকা: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের মারাওয়ি নগরীকে জঙ্গি মুক্ত করার ঘোষণা দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। লড়াইয়ে বিধ্বস্ত নগরীটি পরিদর্শনে এসে এ ঘোষণা দেন তিনি|

একদিন আগে নগরীতে সেনা অভিযানে আইএস সমর্থিত দুই শীর্ষ জঙ্গি নেতার মৃত্যুর পর এই ঘোষণা দিলেন দুতার্তে।

মঙ্গলবার মারাওয়ি পরিদর্শনে এসে দুতার্তে বলেন, আমি মারাওয়ি নগরীকে জঙ্গি মুক্ত ঘোষণা করছি।

এর মধ্য দিয়ে পুনর্বাসন ও পুনর্গঠন প্রক্রিয়া শুরু হলো।

তবে মিন্দানাও থেকে কবে সামরিক আইন প্রত্যাহার করা হবে সে ব্যাপারে নির্দেশনা দেননি তিনি।

গত মে মাসে আইএস সমর্থিত জঙ্গিরা মারাওয়ি দখল করে নিলে মারাওয়িসহ পুরো মিন্দানাও দ্বীপে সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট দুতার্তে।

এদিকে মঙ্গলবার যখন দুতার্তে মারাওয়ি নগরীকে জঙ্গিমুক্ত করার ঘোষণা দিলেন, তখন নগরীর বিভিন্ন স্থানে এখনও আইএস সমর্থিত জঙ্গিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছেন ফিলিপিনো সেনাবাহিনীর এক সামরিক কর্মকর্তা।

সামরিক মুখপাত্র রেস্তিতুতো প্যাডিলা বলেন, মারাওয়ির বিভিন্ন স্থানে এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে আইএস সমর্থিত জঙ্গিরা। তাদের হাতে এখনও কমপক্ষে ২০ জন জিম্মি রয়েছে বলে জানান তিনি।

সোমবার মারাওয়িতে সেনা অভিযানে আইএস সমর্থিত জঙ্গি গ্রুপ আবু সায়াফের শীর্ষ কমান্ডার ইসনিলুন হাপিলুন এবং জঙ্গি গ্রুপ মাউতির কমান্ডার ওমর খৈয়াম মাউতি সহ সাত জঙ্গি নিহত হয়। এ সময় তাদের হাতে জিম্মি ১৭ জনকে উদ্ধার করে সেনাবাহিনী।

মধ্যপ্রাচ্যে আইএস এর উত্থানের পর ফিলিপাইনে তৎপর জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ এবং মাউতি উভয়ই আইএস এর কথিত খিলাফতের প্রতি আনুগত্য প্রকাশ করে।

মারাওয়িতে গত ৫ মাসের লড়াইয়ে কমপক্ষে ১ হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন ৬ লাখ মানুষ।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।