ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের সঙ্গে যুদ্ধ কোনো সমাধান নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
ভারতের সঙ্গে যুদ্ধ কোনো সমাধান নয়

সমস্যা সমাধানে ভারতের সঙ্গে যুদ্ধ কোনো পথ হতে পারে না বলে মত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী। তিনি বলেছেন, কেবল আলোচনাই পারে দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান দিতে। এমনকি কাশ্মীর ইস্যুতেও।

লন্ডনে পাকিস্তানের ভবিষ্যত বিষয়ক এক কনফারেন্সে তিনি এসব কথা বলেছেন। এখানে তিনি কাশ্মীর সমস্যাকে ভারত-পাকিস্তানের জন্য মূল সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।

শহীদ খাকান আব্বাসী বলেছেন, আমরা সবসময় আলোচনার জন্য প্রস্তুত। আগামীর জন্য আলোচনাই প্রয়োজন, যুক্ত কোনো পথ হতে পারে না।

আগামী এক-দুই বছরে দুই দেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যদিয়ে আরও পরিণত সম্পর্কে যাওয়ার আশাবাদ তার।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।