ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লির ধোঁয়াশার জন্য দায়ী পাকিস্তান ও মধ্যপ্রাচ্য!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
দিল্লির ধোঁয়াশার জন্য দায়ী পাকিস্তান ও মধ্যপ্রাচ্য! ধোঁয়াশায় ঢাকা পড়েছে দিল্লির লাল কেল্লা

ঢাকা: ভয়াবহ ধোঁয়াশায় বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে স্কুলের পাঠদান বন্ধ রাখতে হচ্ছে কর্তৃপক্ষকে। বাতিল করা হয়েছে ফ্লাইট। এছাড়া ধোঁয়ার কারণে দৃষ্টিসীমা কমে আসায় দিল্লির রাস্তায় প্রতিনিয়তই ঘটছে ছোটোখাটো সড়ক দুর্ঘটনা।

এতদিন দিল্লির এই ধোঁয়াশার কারণ হিসেবে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের দায়ী করা হলেও বিজ্ঞানীরা জানিয়েছেন নতুন তথ্য। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, ইরান ও প্রতিবেশী পাকিস্তান থেকে উড়ে আসা কুয়াশা ভরা ভারী ধূলিকণাই দায়ী এই মারাত্মক ধোঁয়াশার জন্য।

প্রতি বছরই ফসলের মৌসুমের শুরুতে নিজেদের কৃষি আবর্জনা পুড়িয়ে দেন ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষকরা। এর ফলে পাওয়া ছাই তাদের জমির উর্বরতা বাড়ালেও এর ফল ভুগতে হয় দিল্লিবাসীকে। তবে এবারের ধোঁয়াশার প্রচণ্ডতা অতীতের রেকর্ড ছাড়িয়েছে। এ জন্য বিজ্ঞানীরা কৃষকদের এই কৃষি আবর্জনা পোড়ানোর প্রবণতার পাশাপাশি দায়ী করেছেন মধ্যপ্রাচ্য ও পাকিস্তান থেকে উড়ে আসা ধূলিকণাকেও।

বিজ্ঞানীরা বলছেন, দিল্লির বায়ুমণ্ডলের ওপরের স্তর যে গত ৪ দিন ধরে অসম্ভব ভারী হয়ে উঠেছে ধূলিকণায়, তা এসেছে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ কুয়েত, ইরান ও সৌদি আরব থেকে। আর দিল্লিকে দুর্ভেদ্য কুয়াশাটা দিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। নাসার উপগ্রহ চিত্রও এমনটাই বলছে।

মধ্যপ্রাচ্য ও পাকিস্তান থেকে উড়ে এসে ধুলোবালি ও কুয়াশা পূর্ণ এই ভয়াবহ ধোঁয়াশা দিল্লিকে কিভাবে মুড়ে দিয়েছে এ প্রশ্নের জবাবে বিজ্ঞানীরা জানাচ্ছেন, কুয়েত, ইরান ও সৌদি আরব থেকে ধুলোবালি পূর্ণ গরম বাতাস প্রথমে ঢুকে পড়ে পাকিস্তানের সীমানায়। মধ্যপ্রাচ্যের তুলনায় এখন অনেকটাই ঠাণ্ডা আবহাওয়া পাকিস্তানে। পাকিস্তানের ঠাণ্ডা বায়ুমণ্ডলের ওপরের স্তরে থাকা তরল জলীয় কণার সঙ্গে মিশে ওই ধুলো হয়ে যায় ভারী। পরে এই ভারী ধুলো ভরা বাতাস ভেসে আসে ভারতের দিকে। আবার উত্তর ভারতের পাঞ্জাব ও হরিয়ানা পার হওয়ার সময় সেখানকার কৃষকদের তৈরি করা ধোঁয়া মিশে যায় এই ধুলো ভরা বাতাসে।

বিজ্ঞানীরা বলছেন, পাকিস্তানের কুয়াশা থেকে পাওয়া তরল জলের কণা আর পাঞ্জাব, হরিয়ানার বায়ুমণ্ডল থেকে ফসল পোড়ানো ধোঁয়া মিশে মধ্যপ্রাচ্য থেকে আসা ধুলোভরা বাতাস এখন এতটাই ভারী হয়ে গিয়েছে যে, তার পক্ষে আর বেশি দূর যাওয়া সম্ভব নয়। দিল্লির আকাশে থমকে গেছে এই ধুলোভরা বাতাস। যা এখন দিল্লির গলায় বসেছে ফাঁস হয়ে! আপাতত অবশ্য এ থেকে পরিত্রাণের কোনো উপায় দেখছেন না দিল্লিবাসী।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।