ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অন্ধ্র প্রদেশে নৌকাডুবিতে প্রাণহানি বেড়ে ১৯, নিখোঁজ ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
অন্ধ্র প্রদেশে নৌকাডুবিতে প্রাণহানি বেড়ে ১৯, নিখোঁজ ৪

অতিরিক্ত যাত্রী নিয়ে ভারতের অন্ধ্র প্রদেশের কৃষ্ণা নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। ওই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো ৪ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় সোমবার (১৩ নভেম্বর) সকালে আরো তিন মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার রাতে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজদের সন্ধানে ডুবুরি কাজ করছে।

রাষ্ট্রীয় দুযোর্গ ব্যবস্থাপনা ও অগ্নি নির্বাপন বিভাগের মহাপরিচালক এন সত্যনারায়ণ জানিয়েছেন, ডুবে যাওয়া স্থানে পানির তীব্র স্রোত রয়েছে, তারপরও আমাদের উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, বাঁকে মোড় নেওয়ার সময় নৌকাটি পানির নিচে বালির স্তূপের সঙ্গে ধাক্কা খায়। এসময় যাত্রীরা আতঙ্কে এক জায়গায় জড়ো হলো ওই দুর্ঘটনা ঘটে।  

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিজয়াবাদ শহরের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী এনডিআরএফ।

পর্যটকবাহী নৌকাটি ভবানীপুরের পুণামী ঘাট থেকে পবিত্র সঙ্গম এলাকায় যাওয়ার পথে সন্ধ্যা পৌনে ৬টার দিকে মাঝনদীতে ডুবে যায়। নৌকাটিতে অন্তত ৩৮ জন যাত্রী ছিলেন। ঘটনার পর জেলেরা ১৫ জনকে তীরে উঠাতে সক্ষম হন।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ রাজ্যের কর্মকর্তারা এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন। একইসঙ্গে উদ্ধারকৃতদের জরুরি চিকিৎসার নির্দেশনা দিয়েছেন।

অন্ধ্র প্রদেশে নৌকা ডুবে ১৪ জনের প্রাণহানি, নিখোঁজ ২০

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।