চীনের পরিবহন মন্ত্রণালয় রোববার (০৭ জানুয়ারি) জানিয়েছে, শনিবার (০৬ জানুয়ারি) রাতে সাংহাইয়ের ১৬০ নটিক্যাল মাইল পূর্বদিকে নৌ-দুর্ঘটনাটি ঘটে।
সংঘর্ষের পর ১ লাখ ৩৬ হাজার টন তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যায়।
২৭৪ মিটারের ট্যাঙ্কারটি এখনও তীব্র আগুনে জ্বলছে- এ দৃশ্য দেখাচ্ছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি।
হংকংয়ের পতাকাবাহী দ্বিতীয় জাহাজটি ৬৪ হাজার টন শস্য বহন করছিল। ক্ষতিগ্রস্ত হলেও সেটির ২১ জন চীনা ক্রু’র সবাইকে উদ্ধার করা হয়েছে।
সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে। চীনের সামুদ্রিক কর্তৃপক্ষ আটটি অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়া পাঠিয়েছে একটি বিমান ও কোস্টগার্ডের একটি জাহাজ।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এএসআর