রোববার (১৪ জানুয়ারি) এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ আব্দুল্লাহ নিজেই।
ওই ভিডিওতে শেখ আব্দুল্লাহ বলেন, ‘আমি এখন আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আছি।
ওই ভিডিওতে তিনি আরও বলেন, আরব আমিরাত কর্তৃপক্ষ আমাকে দেশ ত্যাগ করতে বাধা দিচ্ছে। আমি এখন খুব ভয়ের মধ্যে আছি। এ বিষয়ে কাতারের ওপর দোষ চাপানো হতে পারে। এজন্য আমি বিষয়টি জনগণকে জানাতে চাই। আমি জানি কাতারের জনগণ নিদোর্ষ।
এসব ঘটনার জন্য আরব আমিরাতের আমির শেখ মোহাম্মাদকে দায়ী করছেন শেখ আব্দুল্লাহ বিন আলি আল থানি।
১৯৬০ সালে কাতারের আমির ছিলেন শেখ আলি বিন আব্দুল্লাহ আল ছানি। শেখ আব্দুল্লাহ তার ছেলে।
বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
বিএসকে