আহত প্রায় ১০০ জনের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর।
অফিসগামীদের বহনকারী ট্রেনটির এই লাইনচ্যুতিকে 'ভয়াবহ দুর্ঘটনা' হিসেবে অভিহিত করে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, নিহতদের সংখ্যা বাড়তে পারে।
কমিউটার ট্রেনটি উত্তরাঞ্চলীয় ক্রেমোনা শহর থেকে মিলান শহরে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানা যায়নি। ট্রেনটিতে কয়েকশ অফিসযাত্রী ভ্রমণ করছিলেন।
ইতালির রাই নিউজ জানায়, মিলান থেকে ৪০ কিলোমিটার দূরের ত্রেভিগলিও ও পিয়েলতেল্লো স্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়।
বাংলাদেশ সময়:১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
জেএম