ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যায় প্যারিস ডুবছে, সড়কে সাঁতার কাটছে হাঁস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বন্যায় প্যারিস ডুবছে, সড়কে সাঁতার কাটছে হাঁস দুর্যোগ আর সৌন্দর্য পাশাপাশি। বন্যার পানিতে দ্যুতি ছড়াচ্ছে আইফেল টাওয়ারের আলো।

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ফ্রান্সের রাজধানী প্যারিস রীতিমতো দুর্যোগের নগরীতে পরিণত হয়েছে। সিন নদীর পানি এক লাফে কয়েক মিটার বেড়ে গেছে।

কোথাও কোথাও নদীপাড় ভেঙে বন্যার পানি শহরে প্রবেশ করেছে। এতে গোটা প্যারিসের অংশবিশেষ তলিয়ে গেছে।

ট্রেন-বাসের চলাচল ব্যাহত হচ্ছে। পুরো শহর তলিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। প্যারিস ও এর শহরতলীতে চলছে সতর্ক অবস্থা।

সংবাদ সংস্থাগুলোর খবর অনুযায়ী, শহরের বহু গুরুত্বপূর্ণ এলাকা বন্যার পানির নিচে চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা চরম বিপর্যস্ত। ট্রেন-বাস চলাচল ব্যাহত হচ্ছে। অনেক বেসমেন্ট ও নিচু এলাকা ডুবে যাওয়ায় লোকজন ক্ষতি ও ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেক স্থানে পয়:নিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। স্যুয়ারেজে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পুঁতিগন্ধময় পরিবেশ বিরাজ করছে।

এরই মধ্যে পর্যটকদের জন্য সব ধরনের নৌবিহার বন্ধ করে দেয়া হয়েছে। এই বাইরে সব ধরনের বোট সার্ভিস বা নৌচলাচলও বন্ধ রাখা হয়েছে। অনেক স্থানে রাস্তার পাশের অনেক বিখ্যাত স্ট্যাচু ও ভাস্কর্যের পুরোটা বা অংশবিশেষ বন্যার পানিতে ডুবে গেছে। অনেক ঐতিহাসিক স্থান ও স্থাপনা বন্যাকবলিত। বিশ্বখ্যাতি লুভ জাদুঘরের একাংশ গত চারদিন ধরে বন্ধ রাখা হয়েছে। বহু স্থানে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত।

বন্যার কারণে প্যারিসজুড়ে সব কিছুতে চলছে চরম বিশৃঙ্খলা ও দুর্ভোগ। সিনের পানি বাড়া অব্যাহত রয়েছে বিধায় অবস্থা আরো খারাপের দিকে মোড় নেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যাকবলিত অনেক নিচু এলাকা থেকে এরই মধ্যে কয়েকশ বা কয়েক হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। মাটির নিচে ইঁদুরের গর্তে পানি ঢুকে পড়ায় মানুষের বাসাবাড়ি, অফিস, দোকানপাট সবখানে ইঁদুরের উপদ্রব চরম সীমায় পৌঁছেছে।

যেসব রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে সেখানে এখন লোকজন ছোট ছোট ডিঙি নৌকায় চলাচল করছে। নিমজ্জিত অনেক রাস্তায় হাঁসেরা দল বেঁধে সাঁতার কাটছে।

এমন দুরবস্থার মধ্যঁও প্যারিসীয়দের রসিকতায় ভাটা পড়েনি। রাস্তায় রাখা গাড়ির টায়ার-ডোবানো পানি আর সে পানিতে হাঁসেদের সাঁতার কাটতে দেখে প্যারিসীয় এক রসিকচিত্ত ললনার উক্তি: ‘‘আহা কী চমৎকার! রাস্তায় এখন গাড়ির বদলে চলেছে হাঁস। ’’

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।