আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি প্রদেশের হিচি এলাকার ওই বালক ঘরে হুয়া তাং ভিটি-ভি৫৯ মডেলের একটি ফোন চার্জ দেওয়ার সময় এটি বিস্ফোরিত হয়। ফোনটি চীনা একটি প্রতিষ্ঠানের তৈরি।
এ ঘটনায় ওই বালক ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে চিকিৎসকরা তার পরিবারকে নিশ্চিত করেছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জিসুকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
বালকের বড় বোন বলেন, বিস্ফোরণের আওয়াজ পেয়ে ছুটে এসে দেখি ভাইয়ের চোখে-মুখে রক্ত ছড়িয়ে আছে।
চিকিৎসক লান তিয়ানবিং জানিয়েছেন, ওই বালকের পাঁচ ঘণ্টা অস্ত্রোপচার করা হয়েছে। বিস্ফোরণে তার ডান হাতের তর্জণী খোয়া গেছে।
প্রাথমিক বিস্ফোরণের কারণ জানা যায়নি। মোবাইল কোম্পানির কাছ থেকেও কোনো উত্তর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
জেডএস