শুক্রবার (২ ফেব্রুয়ারি) ওই নৌকাটির ডুবে যাওয়ার খবর দেয় জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম। তারা প্রাণে বেঁচে যাওয়া তিন অভিবাসীর বরাত দিয়ে জানায়, নৌকাটিতে বেশিরভাগই ছিলেন পাকিস্তানি।
ভূমধ্যসাগর পেরিয়ে উন্নত অর্থনীতির ইউরোপে পৌঁছাতে লিবিয়া দীর্ঘদিন ধরে আফ্রিকা ও এশীয় দেশগুলোর অভিবাসনপ্রত্যাশীদের বড় রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু গত দু’বছর ভূমধ্যসাগরে নৌকাডুবিতে হাজারো অভিবাসীর প্রাণহানির প্রেক্ষাপটে ইউরোপীয় নেতৃত্ব এই চোরাইপথ বন্ধে উদ্যোগ নেয়। মাঝে কিছু দিন সাগরে প্রাণহানি কমলেও সম্প্রতি এই প্রবণতা ফের লক্ষ্য করা যাচ্ছে।
আইওএম জানায়, নৌকা ডুবে যাওয়ার পর এখন পর্যন্ত ১০ জন তলিয়ে গেছে বলে খবর মিলেছে। বাকিদেরও সলিল সমাধির আশঙ্কা করা হচ্ছে। এই অভিবাসীরা লিবিয়া উপকূল থেকে নৌপথে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিলেন।
কয়েকটি সংবাদমাধ্যম জানায়, নৌকাটিতে বেশিরভাগই পাকিস্তানি থাকলেও ছিল অস্বাভাবিকভাবে লিবীয় নাগরিকও। বেঁচে যাওয়া তিন জনের মধ্যে দু’জনই লিবীয়।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এইচএ/