সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার সিউলের প্রেসিডেন্ট প্রাসাদ ‘ব্লু হাউস’-এ আমন্ত্রণ সম্বলিত ব্যক্তিগত চিঠিটি দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টর হাতে তুলে দেন উত্তর কোরীয় নেতা কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং।
কিম ইয়ো জং ও তার প্রতিনিধিদলকে শনিবার মধ্যাহ্নভোজ ও বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন দ. কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।
এসময় কিম ইয়ো জং বলেন, তার ভাই চান দ. কোরীয় প্রেসিডেন্ট মুন যেন তার সুবিধাজনক সময়ে যতো দ্রুত সম্ভব উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং সফরে যান।
জবাবে প্রেসিডেন্ট মুন জায়ে-ইন বলেন, ‘‘ভবিষ্যতে এমন একটি সফর যেন সত্যি সত্যিই হতে পারে সেজন্য আসুন আমরা আগে অনুকূল পরিবেশ তৈরি করি। ’’
এসময় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সংলাপ শুরু করার তাগিদ দেন। কেননা, মুন মনে করেন দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার অন্যতম পূর্বশর্ত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার দ্রুত সংলাপ শুরু করা।
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের মুখপাত্র কিম ইউই-কিয়েওম বৈঠক ও মধ্যাহ্ন ভোজ-পরবর্তী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান।
উল্লেখ্য, এর আগে উত্তর কোরিয়ার কিম পরিবারের সদস্য হিসেবে দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ ঐতিহাসিক সফরটি করেছিলেন উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং, ১৯৫০ সালে। আর এবার এলেন কিম ইয়ো জং।
শীতকালীন অলিম্পিক সেই সুযোগ ও উপলক্ষ্য তৈরি করে দিয়েছে। এ সুবাদে দুদেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও হুমকি-ধমকিও আপাতত বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
জেএম