বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর জানিয়ে বলেছে, নিহতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ২জন নারী। এদের মধ্যে কমপক্ষে ১৯ জনের অবস্থা গুরুতর।
হংকং শহরের ‘নিউ টেরিটোরি’র তাই পো সড়কের একটি ঢালে ঘটা এই দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানা না গেলেও কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন চালক দ্বিতল বাসটিকে নির্দিষ্ট গতিসীমা না মেনে বেপরোয়া গতিতে চালাচ্ছিল।
ঘটনাস্থলেই ১৯ জন যাত্রী মারা যান।
কয়েকজন যাত্রী জানান, নির্দিষ্ট সময়ের ১০ মিনিট পর পৌঁছার কারণে যাত্রীরা চালকের সমালোচনা করেন। এ কারণে চালক খুব ক্ষিপ্ত অবস্থায় ছিল। এরপর সে রাগত অবস্থায় প্রচণ্ড বেপরোয়া গতিতে বাসটি চালিয়ে নিতে থাকে। এক পর্যায়ে তাই পো সড়কের ঢালে আসার পর বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই উল্টে যায়। এসময় বিকট শব্দে বাসের ছাদ উড়ে যায়।
একজন যাত্রী অভিযোগ করেন, ''চালক বাস নয়, যেন প্লেন চালাচ্ছিল। ''
কর্তৃপক্ষ এরই মধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮ // সর্বশেষ আপডেট ২১০৮ ঘণ্টা
জেএম