রোববার (২২ এপ্রিল) সকালে সিনিয়র বুশকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
স্পিকার জিম ম্যাকগ্রাথ এক বিবৃতিতে জানিয়েছেন, চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখেছেন এবং তিনিও চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
বিবৃতিতে জানানো হয়, সিনিয়র বুশের রক্ত সংক্রমণের ফলে সেপসিস হতে পারে, যা সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টের ‘জীবন-হুমকি’ হতে পারে। হাসপাতালে নেওয়ার আগে থেকেই তিনি গুরুতর অবস্থায় ছিলেন। কয়েক বছর আগে থেকেই তিনি পারকিনসন রোগে ভুগছিলেন, যা তাকে হাঁটতে দিচ্ছিল না। তিনি হুইলচেয়ারে বা স্কুটারের সাহায্যে ঘোরাঘুরি করেন।
শনিবারেই (২১ এপ্রিল) তিনি তার স্ত্রী সাবেক ফার্স্টলেডি বারবারা বুশকে দাফন করেন। স্ত্রীর মৃত্যুতে তিনি মুষড়ে পড়েন।
স্ত্রী মৃত্যুর পরের দিন, সাবেক রাষ্ট্রপতি একটি বিবৃতিতে বলেন, আমি সবসময়ই বিশ্বাস করতাম বারবারা পৃথিবীর সবচেয়ে সুন্দরীতম নারী।
বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আরএম/এএটি