ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে মে দিবসের র‌্যালিতে সহিংসতা, আটক ২০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, মে ২, ২০১৮
প্যারিসে মে দিবসের র‌্যালিতে সহিংসতা, আটক ২০০ প্যারিসে ‘মে দিবসে’র র‌্যালিতে সহিংসতা। ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘মে দিবসে’র র‌্যালিতে সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় রাস্তার পাশে থাকা গাড়ি ও দোকানে আগুন ধরিয়ে সহিংস কর্মকাণ্ড শুরু করা হয়। 

বুধবার (২ মে) বিষয়টি জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।  খবরে বলা হয়, এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ২শ’ সহিংসতা সৃষ্টিকারীকে আটক করেছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল, স্প্রে ও জলকামান ছোড়ে পুলিশ। র‌্যালিতে কালো পোশাক ও মুখোশ পরা  সহিংসতাকারীরা।

ফরাসি পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, সহিংসতায় একজন পুলিশসহ চারজন আহত হয়েছেন।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মে দিবস উপলক্ষে ২০ থেকে ৫৫ হাজার মানুষ শোভাযাত্রা বের করেন। কিন্তু শান্তিপূর্ণ শোভাযাত্রাটি হঠাৎ করে সহিংসতায় রূপ নেয়। প্রায় ১ হাজার ২০০ মানুষ কাঁদানে গ্যাসনিরোধক মুখোশ ও মাথায় হুডি পরে শোভাযাত্রাটিতে অংশ নেয়।

হঠাৎই তারা সহিংস হয়ে ওঠে। ওই সময় তারা বিভিন্ন দোকান ও বাড়িতে হামলা চালিয়ে লুট করে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

এদিকে তুরস্কেও মে দিবসের মিছিল সহিংসতায় রূপ নেয় বলে জানা গেছে। ইস্তাম্বুলে সহিংসতার ঘটনায় ৮৪ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ম্যানিলায় ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বাড়ির পাশে প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পোড়ায় আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, মে ০২, ২০১৮/আপডেট: ০৯৪৫ ঘণ্টা
এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।