বৃহস্পতিবার (০৪ মে) দেশটির জোহানেসবার্গের পশ্চিমে মাসাখানি খনিতে ২.২ মাত্রায় ভূমিকম্পে গুহা সৃষ্টি হওয়ার ফলে এ দুরবস্থার সৃষ্টি হয়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অনুসারে সিলবান্যে-স্টিলওয়াটার খনি কোম্পানির অপারেটর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্রটি জানায়, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে চেষ্টা চলছে। এখন পর্যন্ত তিনজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। বাকি ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।
এর আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটির বেয়াট্রিক্স স্বর্ণ খনিতে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ৯৫০ জন শ্রমিক আটকেছিলেন।
সিলবান্যে-স্টিলওয়াটার দেশটির সবচেয়ে বড় স্বর্ণ উত্তোলনকারী কোম্পানি। দক্ষিণ আফ্রিকা ছাড়া আমেরিকাতেও তাদের কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, মে ০৪, ২০১৮
এমএএম/টিএ