ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাভায় গিলেছে ৩১ বাড়ি, ধোঁয়া ছড়িয়েছে ২০০ ফুট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মে ৭, ২০১৮
লাভায় গিলেছে ৩১ বাড়ি, ধোঁয়া ছড়িয়েছে ২০০ ফুট লাভায় ঢাকা বাড়িঘর

ঢাকা: হাওয়াইয়ের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট কিলাউয়া থেকে নির্গত লাভায় ঢাকা পড়েছে ৩১টি বাড়ি। আগ্নেয়গিরিটি গত কয়েকদিন ক্রমাগত বের হওয়া লাভার বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে বাতাসের ২০০ ফুট পর্যন্ত।

স্থানীয় সময় রোববার (৬ মে) বিজ্ঞানীরা সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন এমনটি।

লাভার ভয়াবহতা থেকে রক্ষা করতে ওই এলাকা থেকে এরইমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে ১৭শ’র বেশি অধিবাসীকে।

সহসাই তারা নিজভূমে ফিরতে পারছেন না।

আগ্নেয়গিরি থেকে সৃষ্ট ধোঁয়াহাওয়াইয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িগুলো লেইলানি এস্টেস উপ-বিভাগে ছিল, যেখানে গলিত শিলা, বিষাক্ত গ্যাস বিস্ফোরিত হয়ে মাটিতে খোলা জায়গায় ছড়িয়ে পড়েছে। তবে সরিয়ে নেওয়া অধিবাসী ও ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা পরিবর্তন হতে পারে। এটা খুবই হৃদয়বিদারক।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।