দ্য নিউ ইয়র্কার পত্রিকায় নারী নির্যাতনে স্কেনেইডারম্যানকে অভিযুক্ত করে সংবাদ প্রকাশ পায়। এতে বলা হয়- স্কেনেইডারম্যান চারজন নারীকে নির্যাতন করেছেন।
পরে এ সংবাদটি নজরে আসে নিউ ইয়র্কের রাষ্ট্রীয় প্রধান অ্যান্ড্রো কউমো’র। এসময় তিনি স্কেনেইডারম্যানকে পদত্যাগ করতে বলেন।
তিনি আরও বলেন, নিউইয়র্কে আইনের ঊর্ধ্বে কেউ নেই। এমনকি শীর্ষ আইনি কর্মকর্তাও নয়।
তিনি এও বলেন, আমি বিশ্বাস করি না যে, এত বড় একটি অভিযোগ ওঠার পরও স্কেনেইডারম্যান অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে সোমবার (০৭ সোমবার) স্কেনেইডারম্যান এক বিবৃতিতে বলেন, অল্প সময়ের মধ্যে আমার বিরুদ্ধে এতো বড় অভিযোগ। আমি এর বিরোধিতা করি। আমাকে নিয়ে এ অভিযোগ পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। এটি অভিযোগের প্রতিযোগিতা বলা চলে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের রাষ্ট্রীয় প্রধান প্রসিকিউটর হিসেবে স্কেনেইডারম্যান যৌন নির্যাতনের অনেক অভিযোগের বিরুদ্ধে মোগল হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মে ০৮, ২০১৮
টিএ