মৃত পর্যটকের বাড়ি চেন্নাইয়ে। তিনি কাশ্মীরের গুলমার্গে বেড়াতে গিয়েছিলেন।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, বিক্ষোভের সময় পর্যটকের গাড়ি বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে এসে পড়ে। এসময় পাথরের আঘাতে তার মৃত্যু হয়।
পুলিশ এ ঘটনায় তদন্তে নেমেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। কি কারণে বিক্ষোভ হচ্ছিলো তা এখনও জানা যায়নি।
কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, এ ধরনের ঘটনা বেদনাদায়ক। আমি ভিকটিমের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। সেসময় লজ্জায় আমার মাথা নত হয়ে গেছে।
তারিক আহমেদ নামে এক ট্যুর অপারেটর বলেন, এ ঘটনার প্রভাব পর্যটন খাতে পড়বে। কর্তৃপক্ষকে অবশ্যই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
স্কুলবাসে পাথর ছুড়ে মেরে দুই শিশু আহত হওয়ার এ সপ্তাহের মধ্যেই এ ঘটনা ঘটলো।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ০৮, ২০১৮
আরআর