ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো কাশ্মীর-দিল্লিও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মে ৯, ২০১৮
তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো কাশ্মীর-দিল্লিও পার্বত্য শহর ইশকশিমের অদূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের ইশকশিম শহরের অদূরে শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এতে কেঁপেছে ভারতের কাশ্মীর এবং রাজধানী দিল্লি পর্যন্ত।

বুধবার (৯ মে) সমন্বিত আন্তর্জাতিক সময় ১০টা ৪১ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪১ মিনিটে) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য শহর ইশকশিমের ৩৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১১১ কিলোমিটার গভীরে।

ভারতীয় ও পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, আফগানিস্তান সীমান্তবর্তী ইশকশিমের অদূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হলেও এতে কেঁপেছে কাবুল, পাকিস্তানের কয়েকটি শহর, এমনকি ভারতের কাশ্মীর ও দিল্লি পর্যন্ত। লোকজনকে আতঙ্কে বাসা-বাড়ি ও অফিস-আদালত থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান করতে দেখা যায়।

তবে কেন্দ্রস্থল এলাকায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।