শুক্রবার (১১ মে) মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মোহাম্মদের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমকে এ তথ্য জানালেন আনোয়ার ইব্রাহিমের স্ত্রী।
আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আযিযা বলেন, যত দ্রুত সম্ভব ক্ষমা মঞ্জুর করতে ইচ্ছুক রাজা।
গত বৃহস্পতিবার (১০ মে) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা মাহাথির জানিয়েছেন, আনোয়ার ক্ষমা পেয়ে রাজনীতিতে যোগ দানের পর মাহাথির নিজে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। অথচ, দুর্নীতি ও অশালীন আচরণের অভিযোগে আনোয়ারকে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে কারাগারে পাঠিয়েছিলেন এই মাহাথিরই।
শুক্রবার একটি সংবাদ সম্মেলনে আনোয়ারের কারামুক্তির ইঙ্গিত দেন নতুন প্রধানমন্ত্রী মাহাথির বলেন, আনোয়ারকে সম্পূর্ণ ক্ষমা করা হবে। ক্ষমা মঞ্জুরের সঙ্গে সঙ্গে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। এরপর তিনি সম্পূর্ণভাবে রাজনীতিতে অংশ নিতে পারবেন।
তিনি আরও বলেন, আনোয়ারের জন্য মন্ত্রীসভার সদস্য হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে।
সংবাদ মাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে পরিবর্তনের প্রতি আস্থা রাখার জন্য মালয়েশিয়ার জনগণকে ধন্যবাদ জানান আনোয়ার। পাশাপাশি নতুন সরকারকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে থাকবে বলে জানান তিনি।
বুধবার (০৯ মে) মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদ ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালকে (বিএন) বিপুল ব্যবধানে পরাজিত করেন। এক সময় এই জোটের হয়ে তিনি ২২ বছর কঠোর হাতে মালয়েশিয়া শাসন করেন তিনি।
বৃহস্পতিবার (১০ মে) শপথ নেওয়ার পর বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রীর খেতাব লাভ করেন মাহাথির।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ১১, ২০১৮
এনএইচটি