শুক্রবার (১১ মে) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) একটি ভিডিও কনফারেন্সে বলে, পাঁচদিনের আবহাওয়া পূর্বাভাস বুঝে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় এ বুলেটিন দেওয়া হবে। এতে দিনের তাপপ্রবাহ অনুযায়ী কাজ ও পরিকল্পনা হাতে নিতে পারবেন রাজ্যগুলোর মানুষ।
সাম্প্রতিক ঝড় ও বজ্রবৃষ্টির প্রেক্ষিতে রাজ্যগুলোতে এমন প্রস্তুতিমূলক কর্মসূচি হাতে নিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এ পদক্ষেপ আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন বড় ঝুঁকিও মোকাবেলা করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
এদিকে, আবহাওয়া বিভাগের এমন পূর্ব প্রস্তুতিমূলক পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রাজ্যগুলো। জনসচেতনতায় এ পদক্ষেপ খুবই কাজে আসবে বলে অনেকেই উল্লেখ করেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশ সময় ১০১৫ ঘণ্টা, মে ১২, ২০১৮
টিএ