রোববার (১৩ মে) ভারতের সংবাদমাধ্যমগুলো এমনটাই আশ্বাস দিয়েছে। শনিবার (১২ মে) রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
খবরে বলা হয়, এ পর্যন্ত পাওয়া ফলাফলে বিজেপি জয় পেয়েছে ১২০টি আসনে। আর রাহুল গান্ধীর কংগ্রেস জয়ী হয়েছে ৭৩টি আসনে। ২২৪ আসনের মধ্যে বাকি কয়েকটা অন্যান্য দল পেয়েছে আর বাকিগুলোর ফল এখনও ঘোষণা হয়নি।
এ নিয়ে দেশটির সংবাদমাধ্যম বলছে, এবার কর্ণাটকের নেতৃত্ব বিজেপির হাতেই চলে যাচ্ছে।
নির্বাচনের আগে কর্ণাটককে কংগ্রেসমুক্ত করতে এবং নিজের দলকে জনপ্রিয়তায় আনতে বিশেষ অভিযান শুরু করেন নরেন্দ্র মোদী।
কর্ণাটককে ভারতীয় রাজনীতির মূল ‘ফ্যাক্টর’ মনে করে নির্বাচনের আগে ওই এলাকায় কমপক্ষে ২০টি জনসভা করেন মোদী।
ভোটের মাঠে নেমেছিলেন প্রায় দুইবছর রাজনীতির মাঠের বাইরে থাকা কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীও। এ সময় একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন উভয় রাজনীতিক।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ১৩, ২০১৮
টিএ/এমএ