মঙ্গলবার (২২ মে) বিকেলে তামিলনাড়ুর বন্দর নগরী টুতিকোরিনে এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজ্যের মুখ্যমন্ত্রী ই পলনাস্বামী বলেন, নয়জনের মৃত্যু হয়েছে। নিহতের প্রত্যেকের পরিবার ক্ষতিপূরণ হিসেবে ৯ লাখ রুপি পাবে। আর যারা গুরুতর আহত হয়েছেন তারা পাবের ৩ লাখ রুপি করে।
বন্দরনগরী টুতিকোরিনে বহুজাতিক কোম্পানি স্টেরলিট কোপার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে। কিন্তু এর বিরুদ্ধে গত তিনমাসেরও বেশি সময় ধরে হাজারো স্থানীয় জনতা বিক্ষোভ করছেন।
স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে বারবার আপত্তি জানালেও রাজ্য সরকার কোনো সাড়াই দিচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ২২, ২০১৮
এমএ/