হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান।
বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন, উত্তর কোরিয়া যদি শর্ত পূরণ করে তবে বৈঠক হবে।
ট্রাম্পের এই বক্তব্যের ফলে কিম জং উনের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠক নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
তবে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র নষ্ট করতে চাপ সৃষ্টি করলে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন না।
যুক্তরাষ্ট্র ও কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার জেরে দক্ষিণের সঙ্গে শীর্ষ পর্যায়ের সংলাপ স্থগিত করে উত্তর কোরিয়া। দেশটি বলছে, এই সামরিক মহড়া বিভক্ত কোরীয় উপদ্বীপের উষ্ণ সম্পর্কের জন্য হুমকি।
বাংলাদেশ সময়: ০৫৫৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এমএফআই/আরআর