ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোতে নৌকা ডুবে ৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ২৬, ২০১৮
কঙ্গোতে নৌকা ডুবে ৫০ জনের মৃত্যু কঙ্গো নদী। ছবি: সংগৃহীত

ঢাকা: মধ্য আফ্রিকার গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর একটি নদীতে নৌকা ডুবে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে বলে দেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার (২৫ মে) দেশটির মোনকোতো প্রদেশ থেকে বানদাকা শহরে যাওয়ার সময় কঙ্গো নদীতে এ ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনার কারণটি স্পষ্ট ছিল না বলে জানিয়েছেন কঙ্গোর উত্তরাঞ্চলের শুয়াপ প্রদেশের উপ-গভর্নর।

তিনি জানান, এ ঘটনায় প্রায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে। তবে প্রায় ৬০ জন প্রাণে বেঁচে গেছেন।

গণপ্রজাতান্ত্রিক কঙ্গোতে সড়ক পরিবহন ও রেলওয়ে সুবিধা খুবই কম। তাই নৌপথ পরিবহন ব্যবস্থাই বেশি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কঙ্গোর নৌকা বা জাহাজগুলোতে যাত্রীদের ওভারলোড সব সময়ই লক্ষ্য করা যায়। আর এ কারণে প্রায়ই দেশটিতে নৌ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।