নিরাপত্তা বাহিনী বলছে, সন্ত্রাসীরা রাজ্যে কয়েকভাগে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েছে। শনিবার (২ জুন) ১৭ রমজান বদরযুদ্ধ বার্ষিকীতে জাইস- ই-মুহাম্মদের সদস্যরা বড় ধরনের হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করছে তারা।
গত বছরেও, বদরযুদ্ধ বার্ষিকীতে কাশ্মীরে সিরিজ হামলা হয়েছিল। পরে এ হামলা জাইস-ই-মুহাম্মদ চালিয়েছিল বলে দাবি করেছিল সংগঠনটি।
গত সপ্তাহে, জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় সন্ত্রাসী হামলায় তিন সৈন্য আহত হন। এছাড়াও গত রোববার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকপোরা সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় এক সৈন্য নিহত হন। সেইসঙ্গে এক বেসামরিক কর্মীও নিহত হয়েছিলেন।
এদিকে, ভারতের স্বরাষ্ট্র দফতর বলেছিল, যুদ্ধবিরতির কারণে কাশ্মীরে ইতিবাচক প্রভাব পড়েছে এবং সন্ত্রাসী কার্যক্রমও কমে এসেছে।
নিরাপত্তা বাহিনী আশ্বাস দিয়েছিল, পরিস্থিতির উন্নতি হলে রমজানের এই যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ০১, ২০১৮
টিএ/