গত এপ্রিলে আগাম নির্বাচনের দাবিতে নিকারাগুয়ায় শুরু হয়েছিল রাজনৈতিক সংঘাত। এরপর থেকে ধারাবাহিক হামলা-সহিংসতা শুরু হলেও বুধবার (৩০ মে) সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছিল।
২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগা তৃতীয়বারের মতো নির্বাচিত হন। এরপর গত এক মাসেরও বেশি সময় ধরে দেশের জনগণ আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বুধবার নিকারাগুয়ার মাদার ডে উপলক্ষে বিক্ষোভ সমাবেশে দেশের সশস্ত্র একটি দল গুলি-হামলা চালায়। সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এতে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে শিশুদের স্মরণে এই বিক্ষোভ কর্মসূচিটির আয়োজন করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ০১, ২০১৮
টিএ