বৃহস্পতিবার (০৭ জুন) ইরাকের সেনাবাহিনীর বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানটি একটি অঞ্চল ধ্বংস করে দিয়েছে।
এর আগে গত বছরে আইএসের বিরুদ্ধে সিরিয়ায় কয়েকটি বিমান হামলা চালায় ইরাক। এই হামলায় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও যুক্তরাষ্ট্রের সম্মতি ছিল।
আইএস ইরাকের এক তৃতীয়াংশ অঞ্চল দখল করেছিল। পরে অবশ্য দেশটিতে পরাজিত হয় তারা। কিন্তু এখনও সিরিয়া ও ইরাক সীমান্তে হুমকি হয়ে আছে এ সংগঠনটি।
গত বছরের ডিসেম্বরে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আইএসের বিরুদ্ধে চূড়ান্ত জয় ঘোষণা করেছিলেন। কিন্তু এখনও সিরিয়া ও ইরাক সীমান্তে আইএসের আক্রমণ, গুপ্তহত্যা, বোমা হামলা অব্যাহত আছে।
সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী অঞ্চলে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য থেকে সরে আসার পর আইএস গেরিলা কৌশলের আশ্রয় নিয়েছে।
বাংলাদেশ সময: ১৮২৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এএইচ/টিএ