ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জুন ৮, ২০১৮
সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৪ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা ইদলিব প্রদেশের একটি গ্রামে বিমান হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (০৮ জুন) সিরিয়ায় একটি মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানায়।

ব্রিটেনভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার পরিচালক রামি আবদুলরহমানের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, যুদ্ধবিমানটি ইদলিব প্রদেশের একটি গ্রামকে লক্ষ্য করে সারারাত হামলা চালায়।

আর এটি রাশিয়ান যুদ্ধবিমানের মতো ছিল।

আবদুলরহমান বলেন, এ ঘটনায় প্রায় ৫০ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইদলিব প্রদেশে সিরিয়ার সর্বোচ্চ সংখ্যক মানুষের বসবাস। এই প্রদেশটি এখন সিরিয়ার বিদ্রোহীদের দখলে আছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুন ০৮, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।