ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গভর্নর পদ থেকে বহিষ্কার আনোয়ার চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
গভর্নর পদ থেকে বহিষ্কার আনোয়ার চৌধুরী আনোয়ার চৌধুরী

কেইম্যান আইল্যান্ডের গভর্নর বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাকে লন্ডন ফেরত পাঠানো হয়েছে। তার অবর্তমানে ডেপুটি গভর্নর ফ্রান্জ ম্যানডারসন সাময়িকভাবে গর্ভনরের দায়িত্ব পালন করবেন। 

কেইম্যান আইল্যান্ডের প্রিমিয়ার এলডেন ম্যাকলাফিন যুক্তরাজ্যে সফররত অবস্থায় এক বিবৃতিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

ম্যাকলাফিন বলেন, আনোয়ার চৌধুরীর বহিষ্কারের ব্যাপারে ব্রিটিশ সরকারের বৈদেশিক অঞ্চল বিষয়ক মন্ত্রী লর্ড আহমাদ তাকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছেন।

 

তিনি জানান, বৈদেশিক এবং কমনওয়েলথ কার্যালয় আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করবে। অভিযোগের তদন্তের জন্য তাকে লন্ডনে ডাকা হয়েছে। তদন্ত শেষ হতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে।

আনোয়ার চৌধুরীর বহিষ্কারের ব্যাপারে ম্যাকলাফিন বলেন, অভিযোগের ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। বৈদেশিক ও কমনওয়েলথ কার্যালয় এ বিষয়ে এ মূহুর্তে জনসম্মুখে কোনো বিবৃতি দেবে না।

ম্যাকলাফিন আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ঘটনায় কেইম্যান দ্বীপপুঞ্জের সুশাসনে কোনো প্রভাব পরবে না।

ব্রিটেনে সফল বাংলাদেশিদের মধ্যে আনোয়ার চৌধুরী‌ অন্যতম। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হি‌সে‌বে দায়িত্ব পালনকা‌লে সি‌লে‌টের সন্তান আনোয়ার চৌধুরী‌ দে‌শেবি‌দে‌শে প‌রি‌চি‌তি পান।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।