আমেরিকার বিশেষ আইন উপদেষ্টা রবার্ট মুলার অভিযুক্ত ম্যানফোর্টের বিরুদ্ধে তদন্ত করছেন। ম্যানফোর্টের বিরুদ্ধে আমেরিকার নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, সাক্ষীকে প্রভাবিত করা, মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগ এনেছিলেন মুলার।
পল ম্যানফোর্ট এর আগে মানি লন্ডারিংসহ বেশ কিছু মামলায় ভার্জিনিয়াতে গৃহ-কারাবাসে ছিলেন।
গত সপ্তাহে ম্যানফোর্টের বিরুদ্ধে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের মামলায় সাক্ষীকে প্রভাবিত করার অভিযোগ এনেছিলেন মুলার। শুক্রবার (১৫ জুন) এই মামলার শুনানিতে এসব অভিযোগ প্রত্যাখান করেন ম্যানফোর্ট। কিন্তু আমেরিকার ডিস্ট্রিক্ট জজ অ্যামি বারম্যান জ্যাকসন তার জামিন আদেশ প্রত্যাহার করে জেলে পাঠানোর নির্দেশ দেন।
আমেরিকার এই বিচারক ম্যানফোর্টকে উদ্দেশ্য করে বলেন, আমার এগুলো নিয়ে কোনো স্পৃহা নেই, কিন্তু আমি একজন অন্ধ হতে পারি না।
এই বিচারক আরও বলেন, আপনি বিশ্বাসের অমর্যাদা করেছেন।
ম্যানফোর্টের মুখপাত্র এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি।
এদিকে ম্যানফোর্টের জেলের নির্দেশ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছেন, এটা খুবই অন্যায়। এছাড়া তিনি বলেন, এটা একগুঁয়ে শাস্তি।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এএইচ/আরআর