ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিজেএ`র অস্টেলিয়া প্রধানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০
সিজেএ`র অস্টেলিয়া প্রধানের মৃত্যু

সিডনি: কমনওয়েলথ সাংবাদিক সংস্থা (সিজেএ) অস্ট্রেলিয়া শাখার প্রেসিডেন্ট পিটার ওয়েসেলস মারা গেছেন। তিনি ওই সংস্থাটির আন্তর্জাতিক নির্বাহী কমিটির প্রবীণ সদস্য।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর।

কানাডার টরন্টোতে অবস্থিত সিজেএ’র সদর দপ্তর থেকে সোমবার ঘোষণা দেওয়া হয়, অস্থি ক্যান্সার আক্রান্ত ওয়েসেলস সিডনি হাসপাতালের মারা যান।

তিনি ২০০৬ সালে গ্রামীণ গণমাধ্যম নেটওয়ার্ক পাকিস্তান (আরএমএনপি) গঠন করেন। এর মাধ্যমে গ্রামীণ নারী-ুপুরুষ সাংবাদিকদের দতা বৃদ্ধির জন্য কাজ করেন।

তিনি একাধারে ব্রডকাস্টার, লেখক ও সম্পাদক। জীবিতাবস্থায় ইউনেস্কো, থমসন ফাউন্ডেশন, সিজেএ, কমনওয়েলথ ব্রডকাস্টিং কর্পোরেশন, কমনওয়েলথ প্রেস ইউনিয়নসহ বিভিন্ন গণমাধ্যমের পে এশিয়া ও প্রশান্ত অঞ্চলে বিভিন্ন কোর্স পরিচালনা করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।