ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ড্রোন হামলা থেকে অল্পে বাঁচলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
ড্রোন হামলা থেকে অল্পে বাঁচলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ড্রোন হামলা থেকে অল্পে রক্ষা পেলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

ঢাকা: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ড্রোন হামলায় হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৪ আগস্ট) দেশটির রাজধানী কারাকাসে একটি সামরিক অনুষ্ঠানে মাদুরো বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট মাদুরো হঠাৎ উপরের দিকে তাকিয়ে চমকে যান।

এরপর সেনা সদস্যরা ছুটোছুটি শুরু করে।  

হামলার পর সেনা সদস্যরা ছুটোছুটি শুরু করে

ভেনিজুয়েলার কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় সাত সেনা আহত হয়েছেন। এরপর বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।  

দেশটির যোগাযোগ মন্ত্রী জর্জ রদ্রিগেস বলেন, ভেনিজুয়েলার ন্যাশনাল আর্মির ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ হামলা হয়। প্রেসিডেন্ট যেখানে দাঁড়িয়ে ছিলেন তার পাশেই বোমাভর্তি দু’টি ড্রোনের বিস্ফোরণ ঘটানো হয়।  

প্রেসিডেন্ট মাদুরো পরে এক বিবৃতিতে জানান, উড়ন্ত কোনো বস্তু আমার খুব কাছেই বিস্ফোরিত হয়। বড় ধরনের বিস্ফোরণ হয়। কয়েক সেকেন্ড পর আবার একটি বিস্ফোরণ হয়।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া ছবিতে দেখা গেছে, হামলার পর বডিগার্ডরা বুলেট প্রুফ ঢাল দিয়ে মাদুরোকে রক্ষা করছে।   

মাদুরো অভিযোগ করেছেন, প্রতিবেশি দেশ কলম্বিয়া তাকে হত্যার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র এ হামলার জন্য প্ররোচণা দিয়েছে।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে কলম্বিয়ান সরকার।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।