ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাজিবের বিরুদ্ধে অর্থ পাচারের তিন অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
নাজিবের বিরুদ্ধে অর্থ পাচারের তিন অভিযোগ নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থ পাচারের তিনটি অভিযোগ এনেছে দেশটির তদন্তকারী সংস্থা।

ঢাকা: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থ পাচারের তিনটি অভিযোগ এনেছে দেশটির তদন্তকারী সংস্থা। রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ পাচার দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলেও জানানো হয়েছে। 

বুধবার (৮ আগস্ট) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তদন্ত কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদমাধ্যম বলছে, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাষ্ট্রীয় তহবিল ‘ওয়ান মালয়েশিয়ান ডেভলপমেন্ট বারহাদ (১এমডিবি)’ থেকে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি মার্কিন ডলার অর্থ পাচার করেছেন।

 

এর আগে এসব অভিযোগে চলতি বছরের জুলাইয়ে গ্রেফতার হন নাজিব রাজাক। দুর্নীতি অনিয়মের অভিযোগে তার স্ত্রীকেও তদন্তের মুখোমুখি হতে হয়। রাজাকের বিরুদ্ধে ইতোমধ্যে ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। একই বছরের মে মাসে জাতীয় নির্বাচনে হারের পর নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নতুন করে তদন্ত শুরু হয়।

তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব।

খবরে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী নাজিব, তার পরিবার ও মিত্রদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় আবাসন ক্রয়সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।  

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অর্থনৈতিক উন্নতিসহ বিভিন্ন উন্নয়নের জন্য ২০০৯ সালে ১এমডিবি রাষ্ট্রীয় তহবিল গঠন করা হয়। ২০১৫ সালের শুরুর দিকে এ তহবিল নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তখন থেকেই রাষ্ট্রীয় তহবিল থেকে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাচারের অভিযোগ ওঠে নাজিবের বিরুদ্ধে।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।