ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নওয়াজ শরিফকে মুক্তির আদেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
নওয়াজ শরিফকে মুক্তির আদেশ আদালতের নওয়াজ শরিফ

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। এ আদেশের দুই মাস আগে দুর্নীতির দায়ে ১০ বছরের সাজা পান সাবেক এ প্রধানমন্ত্রী। 

বুধবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, জুলাইয়ে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ ও তার মেয়ে মরিয়মকে সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কারাদণ্ডাদেশের বিপক্ষে আপিল আবেদনের পর এ রায় দেওয়া হয়। বরাবরই তারা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছিলেন।  

গত সপ্তাহে মারা যান নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ। ওইসময় তাকে ও তার মেয়েকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।