ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অকালে চলে গেলেন বিশ্বে ২য় উচ্চতম ব্যক্তি জব্বর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
অকালে চলে গেলেন বিশ্বে ২য় উচ্চতম ব্যক্তি জব্বর বিশ্বের দ্বিতীয় উচ্চতম ব্যক্তি জব্বর হাদি, ছবি: সংগৃহীত

ঢাকা: অকালেই না ফেরার দেশে চলে গেলেন বিশ্বের দ্বিতীয় উচ্চতম ব্যক্তি ইরাকের সাবা জব্বর হাদি। তার উচ্চতা ছিল প্রায় আট ফুট। বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এই সুবিশাল উচ্চতা নিয়ে তাকে এক রকম সারা জীবনই ভুগতে হয়েছে। জন্মের পর থেকেই তিনি নানা শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন।

আর অস্বাভাবিক এ উচ্চতার কারণেই তাকে অকালে চলেও যেতে হয়েছে বলে মনে করা হচ্ছে।

একপর্যায়ে এসে গুরুতর হার্টের সমস্যাতে পড়েন জব্বর। তারপর থেকে আর ভালো করে চলতে পারেননি তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ইরাকের সব থেকে লম্বা ব্যক্তি হিসেবে জব্বর বিশ্ববাসীর কাছে সুপরিচিত ছিলেন। উচ্চতা ৭.৯৪ ফুট। তবে তিনি বিশ্বের সব থেকে লম্বা ব্যক্তি নন। উচ্চতার বিচারে তুরস্কের সুলতান কোসেন বিশ্বে প্রথম। জব্বরের থেকে তিনি প্রায় কয়েক ইঞ্চির মতো বেশি লম্বা।

বিয়ে করতে চেয়েছিলেন জব্বর। কিন্তু এমন অস্বাভাবিক উচ্চতার মানুষকে কেউ জীবনসঙ্গী হিসেবে পেতে চাননি। তাই এ আশা আর পূরণ হয়নি তার।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।