ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে হামলা, নিহত ১৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে হামলা, নিহত ১৩ নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলা। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

মঙ্গলবার (০২ অক্টোবর) দেশটির নাঙ্গারহার প্রদেশে এ ঘটনা ঘটে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, ২০ অক্টোবর দেশটির বহুল প্রতীক্ষিত সংসদীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সমাবেশ হচ্ছিলো। সে সমাবেশে হামলাটি হয়।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগয়ানি বলেন, আবদেল নাসির মোমান্দ নামে এক এমপি প্রার্থীর সমর্থকদের সমাবেশে এ আত্মঘাতী হামলা চালানো হয়েছে। তবে ওই প্রার্থী বেঁচে আছেন।

ওই সমাবেশে প্রায় ২৫০ মানুষ উপস্থিত ছিলেন বলেও জানান প্রাদেশিক গভর্নরের মুখপাত্র।

সাঈদ হুমায়ুন নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, সিনিয়র নেতাদের বক্তব্য চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটানো হয়। এতে আমি জ্ঞান হারাই। পরে চোখ খুলে চারপাশে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা মরদেহগুলো দেখতে পাই।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।