ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ডলারের বিপরীতে ভারতীয় রুপির ফের দরপতন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
ডলারের বিপরীতে ভারতীয় রুপির ফের দরপতন  রুপির দরপতন

ঢাকা: ডলারের বিপরীতে ফের দরপতন হয়েছে ভারতীয় রুপির। বলা হচ্ছে, আমদানিকারকদের ডলারের তীব্র চাহিদা, বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি ও পুঁজি প্রবাহের অখন্ডতার কারণে এমনটি হয়েছে। 

ইন্টারব্যাংক ফরেন এক্সচেঞ্জ (ফরেক্স) বাজারে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম ৪৩ পয়সা কমে ৭৩ দশমিক ৩৪ এ দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

বুধবার (০৩ অক্টোবর) লেনদেনের শুরুতে এ ঘটনা ঘটে। এদিন লেনদেন শুরু হয় ডলার প্রতি ৭৩ দশমিক ২৬ রুপিতে। এরপর ডলারের বিপরীতে রুপির দাম কমতেই থাকে। আগের দিন মঙ্গলবার ভারতের জাতির জনক মাহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে লেনদেন বাজার বন্ধ ছিলো। এর আগে সবশেষ গত সোমবার ডলারের বিপরীতে ৭২ দশমিক ৯১ রুপিতে নেমে আসে মুদ্রামান।    

উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, সোমবার (০১ অক্টোবর) বৈদেশিক বিনিয়োগকারীরা ১ হাজার ৮৪২ কোটি রুপির সমমূল্যের শেয়ার বিক্রি করেন।  

বিনিয়োগকারীরা অবশ্য বৈদেশিক পুঁজির এ প্রবাহের কারণে বেশ উদ্বিগ্নও ছিলেন। এছাড়াও এর সঙ্গে যোগ হয় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি।

ফরেক্স এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আমদানিকারকদের তীব্র ডলারের চাহিদা, রাজস্ব ঘাটতির শঙ্কা ও পুঁজি প্রবাহের কারণে রুপির দরপতন হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।