ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিরল শ্বেত বাঘের আক্রমণে চিড়িয়াখানা কর্মীর মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
বিরল শ্বেত বাঘের আক্রমণে চিড়িয়াখানা কর্মীর মৃত্যু  প্রাণী পরিচর্যাকারীকে মেরে ফেলে বাঘ

পূর্ব-এশিয়ার দ্বীপ রাষ্ট্র জাপানের একটি চিড়িয়াখানায় বিরল প্রজাতির শ্বেত বাঘের আক্রমণে জুকিপার অর্থ্যাৎ চিড়িয়াখানার প্রাণী পরিচর্যাকারী মারা গেছেন। 

মঙ্গলবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

সোমবার (৮ অক্টোবর) দক্ষিণাঞ্চলের শহর কাগোশিমা হিরাকাওয়া জুলোজিক্যাল পার্কে এ ঘটনা ঘটে।

   

৪০ বছর বয়সী ওই প্রাণী পরিচর্যাকারীকে রক্তাক্ত অবস্থায় বাঘের খাঁচা থেকে উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

চিড়িয়াখানার কর্মকর্তারা বলছেন, পার্কের চারটি শ্বেত বাঘের মধ্যে একটি বাঘ ওই জুকিপারকে আক্রমণ করে। পরে উদ্ধারকারীরা ঘুমের ওষুধ দিয়ে বাঘটিকে শান্ত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।  

এর আগে ২০১৭ সালে ক্যামব্রিজশায়ারের একটি চিড়িয়াখানায় এক ব্রিটিশ প্রাণী পরিচর্যাকারীকে বাঘ মেরে ফেলে।  

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।