ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশীয় বিধ্বস্ত প্লেনে ত্রুটি ছিল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ইন্দোনেশীয় বিধ্বস্ত প্লেনে ত্রুটি ছিল! বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ প্লেন, ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ার জাভা সমুদ্রে যে প্লেন বিধ্বস্ত হয়েছে, সেটিতে যান্ত্রিক ত্রুটি ছিল বলে জানিয়েছেন ‘লায়ন এয়ার’ এয়ারলাইন্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী (সিইও) অ্যাডওয়ার্ড সিরাত।

তবে তিনি এও জানিয়েছেন, রোববার (২৮ অক্টোবর) রাতে প্লেনটিতে যে ত্রুটি দেখা দিয়েছিল, প্রকৌশলীরা সেটির সমাধান করেছিলেন। সেইসঙ্গে জাকার্তা থেকে উড্ডয়নের জন্য সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত করা হয় বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ প্লেনটিকে।

আরও পড়ুন>>> বিধ্বস্ত প্লেনটি বোয়িংয়ের সর্বাধুনিক মডেলের

সোমবার (২৯ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য দেন।  

এসময় লায়ন এয়ার প্রেসিডেন্ট বলেন, প্লেনে যে ত্রুটি দেখা দিয়েছিল, সেটি পরীক্ষা করে দেখেছেন প্রকৌশলীরা। এরপর তারা ওই ত্রুটির সামাধান এবং প্লেনটি উড্ডয়নের জন্য প্রস্তুত করা হয়েছে বলে রিপোর্ট করেন। আর তবেই জাকার্তা থেকে প্লেনটি এক ঘণ্টার জন্য উড্ডয়ন করে।

সোমবার ১৮৯ আরোহী নিয়ে লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি সমুদ্রে বিধ্বস্ত হয়ে যায়। এর আগে দেশটির রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ প্লেনটি নিখোঁজ হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ফ্লাইটটি জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এর ১৩ মিনিট পর অর্থাৎ ৬টা ৩৩ মিনিট থেকেই প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। যা মাত্র এক ঘণ্টা পরই ৭টা ২০ মিনিটে অবতরণের কথা ছিল।

ইন্দোনেশীয় সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট বলছে, প্লেনটিতে দুই নবজাতক, এক শিশু, দুই পাইলট এবং ছয়জন কেবিন ক্রুসহ ১৮৯ জন আরোহী ছিলেন। প্রাথমিক জানা যায়নি এর আরোহীদের জাতীয়তা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।