ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশীয় প্লেন বিধ্বস্ত, ১৮৯ আরোহীর কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
ইন্দোনেশীয় প্লেন বিধ্বস্ত, ১৮৯ আরোহীর কেউ বেঁচে নেই উদ্ধার কাজে ডুবুরিদল

ঢাকা: ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানের কোনো আরোহী বেঁচে নেই।

উদ্ধারকারী সংস্থার অপারেশনাল ডিরেক্টর সূর্য বামবাং জানান, লায়ন এয়ারলাইন্সের বিমানে তিন শিশু, দুই পাইলট এবং ছয়জন কেবিন ক্রুসহ ১৮৯ জন আরোহী ছিলো। এদের কেউ বেঁচে নেই।

দুর্ঘটনার কারণও জানা যায়নি। ব্ল্যাকবক্স উদ্ধার করা গেলে সবকিছু পরিস্কার হবে। বর্তমানে বিমানের মূল ধ্বংসাবশেষ খোঁজ করা হচ্ছে।

>>আরো পড়ুন...১৮৯ আরোহী নিয়ে ইন্দোনেশীয় প্লেন বিধ্বস্ত

এরঅাগে, সোমবার (২৯ অক্টোবর) লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এর ১৩ মিনিট পর অর্থাৎ ৬টা ৩৩ মিনিট থেকেই প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। সমস্যা বুঝতে পেরে বিমানের পাইলট আবার বিমানটি নিয়ে ফিরে আসতে চেয়েছিলেন এবং কন্ট্রোল টাওয়ার তাকে সে অনুমতিও দিয়েছিল কিন্তু এরপরই তিনি যোগাযোগ হারিয়ে ফেলেন।

>>বিধ্বস্ত প্লেনটি বোয়িংয়ের সর্বাধুনিক মডেলের

বাংলাদেশ সময়: ০৬৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।