মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রাজ্যটির শ্রীনগর শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে পালওয়ামা জেলায় সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে গুলি করেন সন্ত্রাসীরা। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
জানা গেছে, ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে গিয়েছিল দেশটির নিরাপত্তা বাহিনী। আর তখনই তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন সন্ত্রাসীরা।
পুলিশ বলছে, দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। এছাড়া একজনকে একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। অভিযান এখনও চলছে।
ভারত নিয়ন্ত্রিত এ এলাকাটিতে সন্ত্রাসীদের অপতৎপরতা থামছেই না। গত এক সপ্তাহে রাজ্যটিতে গুলিতে অন্তত ২০ সন্ত্রাসী নিহত হয়েছেন। এছাড়া অভিযান চালাতে গিয়ে প্রাণ হারাচ্ছেন নিরাপত্তা কর্মীরাও।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
টিএ