মঙ্গলবার (২৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যমকে বৈঠক বাতিলের বিষয়ে ট্রাম্প জানান, তিনি ক্রিমিয়া উপকূলের কাছে রাশিয়া-ইউক্রেনের রোববারের ঘটনার ‘পূর্ণাঙ্গ বিবরণের’ অপেক্ষা করছেন। এরপরে তিনি পুরো সিদ্ধান্তে পৌঁছবেন।
তবে তিনি এও বলেন, সম্ভবত এ বৈঠক হবে না। আমি বিবাদ পছন্দ করি না। আমি বিবাদ একদমই পছন্দ করি না
ট্রাম্পের এমন মন্তব্যে ধারণা করা হচ্ছে, রাশিয়া-ইউক্রেনের চলমান উত্তেজনায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে নির্ধারিত বৈঠকটি বাতিলও করে দিতে পারেন।
আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে শিল্পোন্নত দেশগুলোর জি-২০ সম্মেলনের ফাঁকে শীর্ষ এ দুই নেতার বৈঠক হওয়ার কথা।
রোববার (২৫ নভেম্বর) ইউক্রেনের দু’টি গানবোট ও একটি টাগবোট জব্দ করে রাশিয়া। এ ঘটনায় দু’দেশ একে অন্যকে দোষারোপ করছে। এই নিয়ে মস্কো-কিয়েভের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এপি/টিএ