ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কংগ্রেসকে মিথ্যা, স্বীকার করলেন ট্রাম্পের সাবেক আইনজীবী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
কংগ্রেসকে মিথ্যা, স্বীকার করলেন ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন

মার্কিন কংগ্রেসকে মিথ্যা বলার দোষ স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে ম্যানহাটানের ফেডারেল কোর্টে হাজির হয়ে কোহেন তার দোষ স্বীকার করেন। তিনি বলেন, রাশিয়ায় ট্রাম্পের রিয়েল এস্টেট প্রজেক্ট নিয়ে তিনি কংগ্রেসকে মিথ্যা কথা বলেছিলেন।

আদালতে এ নিয়ে দ্বিতীয়বার স্বীকারোক্তি দিলেন কোহেন।  

এর আগে আগস্টে কোহেন নির্বাচনী প্রচারণায় অর্থায়নের আইন ভেঙেছেন বলে স্বীকার করেছিলেন। তবে ট্রাম্পের নির্দেশেই সেসময় আইন ভেঙেছেন বলে দাবি করেন তিনি।

এবারে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের প্রচার শিবিরের যোগসাজশ ছিল কিনা-তা নিয়ে কংগ্রেসের তদন্তে মিথ্যা বিবৃতি দেওয়ার কথা স্বীকার করলেন কোহেন।

ট্রাম্পের রাজনৈতিক বার্তার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্যই এ মিথ্যা বিবৃতি দিয়েছিলেন বলে জানান কোহেন।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।